অনলাইন ডেস্ক: ভারতের জনপ্রিয় অভিনেত্রী লীনা আচার্য আর নেই। শনিবার দিল্লিতে কিডনি বিকল হয়ে মৃত্যু হয় তার।
জানা যাচ্ছে, প্রায় দেড় বছর ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী। লীনার মা মেয়েকে বাঁচাতে একটি কিডনিও তাকে দিয়েছিলেন, তবে শেষ রক্ষা হল না।
২০১৮ সালে রানি মুখোপাধ্যায়ের সঙ্গে ‘হিচকি’ ছবিতে দেখা যায় লীনা আচার্যকে। এ বছরের শুরুতে ওয়েব শো ‘ক্লাস অফ ২০২০’তে দেখা যায় লীনাকে। টেলি শো ‘শেঠজি আপকে আ জানে সে’, ‘মেরি হানিকারক বিবি’তে অভিনয় করেছিলেন তিনি।
লীনা আচার্যের মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন তার সহ-অভিনেতা-অভিনেত্রীরা। কেউ আবার লীনার সঙ্গে হওয়া শেষ হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ করেছেন।
প্রথমে রটে গিয়েছিল করোনা আক্রান্ত হয়ে গিয়ে লীনা আচার্যের মৃত্যু হয়েছে। তবে পরে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয় লীনার মৃত্যু হয়েছে কিডনি বিকল হয়ে।