অনলাইন ডেস্ক: বরগুনার আমতলী উপজেলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে কথিত এক কবিরাজকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রবিবার (২২ নভেম্বর) সকালে র্যাব ৮-এর বরগুনা-পটুয়াখালী কোম্পানির অধিনায়ক মো. রবিউল ইসলাম জানান, শনিবার রাতে আমতলীর মাজার রোড এলাকা থেকে তাকে ধরা হয়।
কথিত কবিরাজ মনসুর আলী সিকদার (২৮) উপজেলার কাঁঠালিয়া কুলুরচর গ্রামের আবদুর রব সিকদারের ছেলে।
র্যাব কর্মকর্তা রবিউল বলেন, মনসুর নিজেকে কবিরাজ পরিচয় দিয়ে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় এক নারীর চিকিৎসা করেছেন। একপর্যায়ে ওই নারীর কিশোরী মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে এ বছরের ২৮ মার্চ বাড়িতে নিয়ে দুদিন আটকে রেখে একাধিকবার ধর্ষণ করেন। পরে আমতলীর এক বাসায় নিয়ে আবার তাকে দুদিন ধর্ষণ করেন। এর পরে কিশোরীকে তার বড় বোন ওই বাসা থেকে উদ্ধার করেন।
র্যাব কর্মকর্তা রবিউল বলেন, এ ব্যাপারে ভুক্তভোগী ওই কিশোরীর বোন র্যাবে অভিযোগ দিলে তাকে গ্রেফতার করা হয়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার বলেন, কবিরাজকে থানায় সোপর্দ করেছে র্যাব। এ ঘটনায় কিশোরীর বড় বোন বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেছেন।