A Reliable Media

করোনায় আক্রান্ত কৃতী শ্যানন

করোনায় আক্রান্ত কৃতী শ্যানন

অনলাইন ডেস্ক: চণ্ডীগড়ে শুটিং শেষে করোনায় আক্রান্ত হলেন বলিউড অভিনেত্রী কৃতী শ্যানন। টাইমস অব ইন্ডিয়া এ খবর দিয়েছে।

শুটিংয়ের সময় তার সঙ্গে ছিলেন অভিনেতা রাজকুমার রাও। এমনকি শুটিং সেট থেকে রাজকুমার রাওয়ের সঙ্গে কিছু ছবি ও ভিডিও শেয়ারও করেছিলেন কৃতী।

করোনা পজিটিভ আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কৃতীর আর কোনো পোস্ট দেখা যায়নি। তবে মুম্বাইয়ের পাপারাজ্জিদের মতে, এক সেকেন্ডের জন্যও মুখ থেকে মাস্ক খোলেননি তিনি।

অন্যদিকে সম্প্রতি কোভিড-১৯ ধরা পড়েছে নীতু কাপুর ও বরুণ ধাওয়ানেরও। রাজ মেহতার ‘যুগ যুগ জিও’ সিনেমার শুটিংয়ের জন্য ব্যস্ত ছিলেন। একই সঙ্গে প্রথমে গুজব রটলেও, কোভিড নেগেটিভ এসেছে ওই সিনেমার অপর দুই তারকা অনিল কাপুর ও কিয়ারা আদভানির।

অনিল কাপুর জানান, গুজব খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে, তবে আমার টেস্টে করোনা নেগেটিভ এসেছে। আমার স্বাস্থ্যের প্রতি সচেতন থাকার জন্য সকলকে ধন্যবাদ।

বরুণ ধাওয়ানও ইনস্টাগ্রামে নিজের টেস্টের বিষয়ে তথ্য গোপন করেননি। তিনি জানান, কোভিড বিধি-নিয়ম মেনেই সিনেমার শুটিংয়ের কাজ চলছিল। তারপরেও তার কোভিড পজিটিভ ধরা পড়েছে।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *