অনলাইন ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। ১৬ হাজার ৩২৩টি নমুনা পরীক্ষা করে এ সময়ে নতুন ১ হাজার ৮৮৪ রোগী শনাক্ত হয়েছেন।
দেশে গত মার্চের শুরুর দিকে করোনাভাইরাস এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর শুক্রবার সকাল পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৯৮৬ জনে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৮৭ হাজার ৮৪৯ জনে।
গত এক দিনে আরও ৩ হাজার ৮৬৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন; তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ১৪ হাজার ৩১৮ হয়েছে।
দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে শুক্রবার (১১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।