অনলাইন ডেস্ক: দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক খন্দকার মুনীরুজ্জামান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
করোনা পজিটিভ হয়ে গত ৩১ অক্টোবর রাতে মুনীরুজ্জামান রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মুনীরুজ্জমানের জন্ম ব্রাহ্মণবাড়িয়ায়। ১৯৭০ সালে সিপিবির মুখপত্র সাপ্তাহিক একতায় সাংবাদিকতা শুরু করেন। এর পর পাঁচ দশকে একাধিক সংবাদমাধ্যমে কাজ করেন তিনি। সর্বশেষ কর্মস্থল ছিল দৈনিক সংবাদ।
২০১৯ সালে তিনি প্রেস কাউন্সিলের সদস্য মনোনীত হন।