অনলাইন ডেস্ক: ফরাসী প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাখোঁর করোনাভাইরাস শনাক্তকরণের পরীক্ষার রেজাল্ট পজিটিভ এসেছে।
বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্সিয়াল দপ্তর থেকে এমন তথ্য জানানো হয়। খবর- আল জাজিরার।
এর আগে, গত সপ্তাহ থেকেই সেল্ফ-আইসোলেশনে ছিলেন তিনি।
ম্যাখোঁর দপ্তর থেকে বলা হয়, করোনা ভাইরাসের প্রাথমিক লক্ষণ দেখা দেয়ার পরই করোনা শনাক্তের পরীক্ষা করান প্রেসিডেন্ট। এরপরই তিনি করোনা আক্রান্ত বলে শনাক্ত হন।
তবে আইসোলেশনে থাকা অবস্থায়ই তিনি নিজ বাসা থেকে সকল কাজকর্ম পরিচালনা করবেন বলে জানানো হয়।