অনলাইন ডেস্ক: করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনা অমান্য করে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার দায়ে গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল কাইয়ুম সরকারকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল জাকী এ দণ্ড দেন। এ সময় পরীক্ষার ২০০ খাতা, প্রশ্নপত্র ও রুটিন জব্দ করা হয়।
গাজীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু ওবায়দা আলী জানান, করোনা মহামারিকালে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকার সরকারি নির্দেশনা অমান্য করে বুদ্ধিজীবী দিবসে প্রায় ২০০ শিক্ষার্থীকে ক্লাসে হাজির করে এসাইনমেন্টের নামে পরীক্ষা নিচ্ছিল ওই কলেজ কর্তৃপক্ষ। এমন খবর পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালায় উপজেলা প্রশাসন।