অনলাইন ডেস্ক: রাজধানীর কাফরুলে সীমা বেগম (৩১) নামে এক নারীকে কুপিয়ে হত্যার পর আগুন দিয়ে লাশ পুড়িয়ে ফেলার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রাপলিটন পুলিশের (ডিএমপি) কাফরুল থানা পুলিশ।
কাফরুল থানার অফিসার ইনচার্জ মো. সেলিমুজ্জামান জানান, সোমবার (৩০ নভেম্বর) উত্তরখাঁন থানা এলাকা হতে এস এম আশিকুর রহমান নাহিদকে (২৭) গ্রেফতার করা হয়। একই দিন ভোর ৪টায় কাফরুলের ইমান নগর ও আশপাশ এলাকায় অভিযান চালিয়ে জাকিয়া সুলতানা আইরিন (২২), আসেক উল্লা (৫০), রোকেয়া বেগম (৪০), শাহজাহান শিকদার (৫০) ও সাকিব (২০) এই পাঁচজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা প্রত্যেকে এজাহারনামীয় অভিযুক্ত।
রবিবার আনুমানিক বেলা ১১টায় কাফরুল থানার পূর্ব বাইশটেক এলাকার একটি বাসা থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। তাকে প্রথমে উপর্যুপরি ছুরি দিয়ে হত্যা করা হয়েছে। হত্যার পর তার লাশ আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। এ ঘটনায় কাফরুল থানায় একটি মামলা হয়।