অনলাইন ডেস্ক: টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে ৪ দিনমজুর নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ কামাল হোসেন।
তিনি জানান, এ দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে তিনি তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানাতে পারেননি।