A Reliable Media

ঠাকুরগাঁওয়ে লিচু গাছে আম, ঘটনাস্থল পরিদর্শন করলো তদন্ত কমিটি

ঠাকুরগাঁওয়ে লিচু গাছে আম, ঘটনাস্থল পরিদর্শন করলো তদন্ত কমিটি

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে লিচু গাছে আম ধরার আলোচিত ঘটনার পর আবার সেই আম ছিঁড়ে নিয়ে যাওয়ার ঘটনায় প্রশাসনের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (২২এপ্রিল) দুপুরে সদর উপজেলার বালিয়া ইউনিয়নের মুটকি বাজার কলোনীপাড়া আব্দুর রহমানের গাছটি পরিদর্শন করেন।

এসময় তদন্ত কমিটির প্রধান উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে উপজেলা কৃষি অফিসার মনোয়ার হোসেনসহ চার সদস্য বিশিষ্ট্য কমিটির সদস্যরা উপস্থিত হয়ে লিচু গাছে আম ধরা ও ছিঁড়ে ফেলার বিষয়ে স্থানীয় এলাকাবাসীর জবানবন্দী গ্রহণ করেন।

এসময় তদন্ত কমিটির প্রধান আব্দুল্লাহ আল মামুন ও কৃষি অফিসার মনোয়ার হোসেন জানান, আমটি ছিঁড়ে ফেলার কারণে গবেষণা করতে সমস্যার সৃস্টি হয়েছে। তবে ভিডিও এবং অন্যান্য নমুনা ইতোমধ্যে সংশ্লিস্ট গবেষণা কেন্দ্রে পাঠানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট প্রদান করা হবে।

সেই সাথে গাছটি সংরক্ষণের জন্য স্থানীয় জনপ্রতিনিধিকে নির্দেশ প্রদান করার পাশাপাশি আগামী বছরে মুকুল আসা পর্যন্ত অপেক্ষার কথা জানান।

এদিকে লিচু গাছে আমটি কোনভাবে স্থাপন করা হয়েছিল কি না জানতে চাইলে গাছের মালিক আব্দুর রহমান তা মানতে অস্বীকৃতি জানান।

উল্লেখ থাকে যে, ঠাকুরগাঁও সদরের আবদুর রহমান নামে এক ব্যক্তির বাড়িতে রোপণ করা লিচুগাছে ১৭ টি লিচুর সাথে ১টি আম আম ধরেছে- এমন খবর ছড়িয়ে পড়লে মানুষ ওই বাড়িতে ভিড় জমায়। বিষয়টি নিয়ে সারাদেশে আলোড়ন সৃষ্টি হয়। তবে মঙ্গলবার রহস্যজনকভাবে সেটি ছিঁড়ে ফেলা হয়।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *