অনলাইন ডেস্ক: বিয়ের পর গত রোববার ছুটি কাটাতে কাশ্মিরে গিয়েছেন প্রাক্তন বলিউড অভিনেত্রী সানা খান ও তার স্বামী মুফতি আনাস। কিছুদিন শ্রীনগরে কাটিয়ে তারপর তারা রওয়ানা হন গুলমার্গের উদ্দেশ্যে। সেখানে দুজনে মিলে পালন করেন মুফতির জন্মদিন।
এরপরই নিজের ভেরিফাইড ইন্সটাগ্রাম অ্যাকাউন্টের স্টোরিতে স্বামীর ছবি দিয়ে তিনি লিখেন, ‘আল্লাহ তোমাকে সব সময় সুস্থ রাখুন এবং তোমার সঙ্গেই যেন আমি জান্নাতে যেতে পারি’। তারপর উর্দুতে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মুফতিকে ‘সেরা স্বামী’ও আখ্যা দেন সানা।
জেএইচ/এনএফবিডি