অনলাইন ডেস্ক: আফ্রিকার ইথিওপিয়ায় যুদ্ধ কবলিত এলাকায় আটকে পড়া শতাধিক বাংলাদেশি দেশে ফিরেছেন। গৃহযুদ্ধের কারণে নিরাপত্তা ঝুঁকিতে পড়ায় দেশটি থেকে নিজেদের সব কর্মীকে দেশে ফিরিয়ে আনার কথা নিশ্চিত করেছে ডিবিএল গ্রুপ।
ইথিওপিয়ার কেন্দ্রীয় সরকার ও আধা-স্বায়ত্তশাসিত ফেডারেল রাজ্য তিগ্রাইয়ের স্থানীয় শাসক গোষ্ঠীর মধ্যে সংঘাত শুরুর পর সেখানে আটকে পড়ে বাংলাদেশি তৈরি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের এসব কর্মী।
বেশ কয়েকদিন অবরুদ্ধ থাকার পর আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তায় ডিবিএলকর্মীরা তিগ্রাই থেকে বের হয়ে রাজধানী আদ্দিস আবাবায় চলে আসে।
ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার রবিবার গণমাধ্যমকে জানান, শ্রীলংকান দুজন ও বাংলাদেশি ১০১ জন কর্মীর সবাই দেশে ফিরে এসেছেন।