অনলাইন ডেস্ক: নওগাঁর মান্দায় এক ব্যক্তির ৩২ খণ্ড লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাস্তার পাশ থেকে মানবদেহের খণ্ডগুলো উদ্ধার করা হয় পুলিশ।
পুলিশ জানায়, সকালে কাজে যাওয়ার সময় মান্দার সুতিহাট এলাকায় মানবদেহের বিভিন্ন খণ্ড পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ এক ব্যক্তির লাশের ৩২টি টুকরো উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনা তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।