নেশায় নয় জীবনের সুখ
-সৈয়দ শিহাব
ছোট-ছোট জীবনের হতাশায়,
অনেকে জীবনকে জড়ালো মরণঘাতি নেশায়।
নেশাকে মনে করে জীবনের সুখ,
মানব শরীরে জমালো নানা বেধি অসুখ।
নেশাকে জীবনে আপন করে,
দূর হলো সমাজের, হারালো আপন স্বজনারে।
নেশা কখনো দিতে পারে না জাতিকে সুখ,
নেশায় ভরা জীবন শুধু পায় জাতির লাঞ্চনা,
ভোগ করতে হয় কত না দুখ।
নেশাকে না বলে চলো মোরা কর্মের পথে এগিয়ে চলি।
কারণ, দেশকে উন্নত ও সমৃদ্ধ করে গড়ে তুলতে,
শুধু আমরা নতুন প্রজন্মই পারি।