অনলাইন ডেস্ক: পাকিস্তানের বিখ্যাত শহর করাচি একদিন ভারতের অংশ হবে বলে মন্তব্য করেছেন ভারতের মহারাষ্ট্র প্রাক্তন মুখ্যমন্ত্রী হিন্দুত্ববাদী দল শিবসেনার নেতা দেবেন্দ্র ফডণবীস । খবর আনন্দবাজার পত্রিকা’র। ‘
মূলত, মুম্বাইয়ের বিখ্যাত ‘করাচি সুইটস’র নাম বিতর্কের পরই এমন মন্তব্য করেন তিনি। দেবেন্দ্র দাবি করেন, অখন্ড ভারতের অংশ হিসেবে করাচি একদিন ভারতের অংশ হবে। আমরা অখন্ড ভারতে বিশ্বাস করি।
এর আগে, আরেক হিন্দুত্ববাদী দল শিবসেনার নেতা নীতিন নন্দগাঁওকর ‘করাচি সুইটস’ এর নাম বদলে যেকোন মারাঠি নাম দিতে হুমকি দেন।
নীতিন বলেন, আমরা এই দোকানকে সময় দিচ্ছি এরমধ্যে করাচি নাম বদলে কোন মারাঠি নাম দিন।
তবে শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত বলেন, তার এই বক্তব্য দলের বক্তব্য নয়। করাচি সুইটস’র সাথে মুম্বাইয়ের দীর্ঘ ঐতিহ্যগত সম্পর্ক রয়েছে। আর এটি পাকিস্তানের করাটিকে প্রতিনিধিত্ব করে না। তাই এর নাম বদলানোর কোনও মানে নেই।