পাখির ভালোবাসা
-চন্দন দাস
ইচ্ছে করে নীল আকাশের বুকে পারি দিতে
হয়তো কখনও গরমে
আবার কখনও শীতে
রোদ্রতপ্ত নীল আকাশে,
যখন একসাথে দু’টো পাখি খেলা করে প্রকৃতির ওই বাতাসে।
ইচ্ছে করে নতুন করে পারি দিতে,
কখনও দিনে আবার কখনও রাতে।
যখন সূর্য ঢেকে পড়ে,
নতুন করে যাই আবার তারই তোড়ে।
ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার বাতাসে,
হঠাৎই দেখেছিলাম মুক্ত পাখি দু’টো খেলছে আকাশে।
সামান্য একটু হাটতেই গেছি থমকে
যখন খেলতে খেলতে দু’টো পাখির মধ্যে যাচ্ছিলো একটি পড়ে,
গেছিলাম সেই মুহূত্বে অজ্ঞান এর বসে চমকে,
উচ্চস্বরে তাই বারবার চিল্লিয়ে বলেছিলাম-
ফিরে পেতে চাই মোর প্রিয় পাখিটারে!
ইচ্ছে করে নীল আকাশের বুকে পারি দিতে
হয়তো কখনও গরমে আবার কখনও শীতে।
কবিতার লেখক—-
নাম: চন্দন দাস
ঠিকানা: মাদারগঞ্জ, ঠাকুরগাঁও
স্কুল: ইকো পাঠশালা, ঠাকুরগাঁও
বয়স: ১৪