ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে পৌর নির্বাচনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাহার করেছেন ৪ জন। এদের মধ্যে ৩ জন বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের এবং একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে স্বশরীরে উপস্তিত থেকে এসব মনোনয়ন প্রত্যাহার করেন প্রার্থীরা।
প্রত্যাহার কারীরা হলেন জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক বাবলুর রহমান, জেলা যুব মহিলা লীগের সভাপতি তহমিনা আখতার মোল্লা এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন।
বর্তমানে ৩জন প্রার্থী পৌর নির্বাচনে প্রতিদ্বন্দীতা করছেন। তারা হলেন কেন্দ্রীয় মহিলা লীগের সদস্য আন্জুমান আরা বন্যা, জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, ইসলামী আন্দোলন বাংলাদেশের আনোয়ার হোসেন।
আগামী ১৪ ই ফেব্রুয়ারী ঠাকুরগাঁও পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে।