অনলাইন ডেস্ক: ফেব্রুয়ারির মধ্যেই করোনার ভ্যাকসিন পাওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আবদুল মান্নান। অনুমোদন প্রক্রিয়া শেষ হলে এর আগেও পাওয়া যেতে পারে বলে জানান তিনি।
বিশ্ব এইডস দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যসচিব বলেন, টিকা পাওয়ার অগ্রাধিকার তালিকায় ফ্রন্টলাইনার্সদের পাশাপাশি রাখা হচ্ছে গণমাধ্যমকর্মীদের। তবে টিকা পাওয়ার আগে মাস্ক পরার জোড় দেন তিনি।
রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদফতর মহাপরিচালক বলেন, করোনা মহামারির কারণে এবার এইডসের বিস্তারিত ডাটা পাওয়া সম্ভব হয়নি। তবে স্বাস্থ্য বিভাগের সকল কার্যক্রম অব্যাহত রয়েছে। সকলে সম্মিলিত প্রচেষ্টায় ২০৩০ সালের মধ্যে এইডস নির্মূল করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
জেএইচ/এনএফবিডি