বঙ্গবন্ধুর জয়গান
-সৈয়দ শিহাব
বঙ্গবন্ধু মানে বাংলার স্বাধীনতা,
বঙ্গবন্ধু মানে বাংলার মুক্তি।
বঙ্গবন্ধু মানে দেশ প্রেম,
বাংলাদেশের স্বাধীনতার ভিত্তি।
বঙ্গবন্ধু মানে অকুতোভয়,
সর্বশ্রেষ্ঠ বাংলার বীর।
যে করেনি কখনো অন্যায়ের কাছে মাথা নত,
সর্বদা অক্ষুণ্ণ রেখেছে বাংলার সির।
বাংলাদেশকে স্বাধীন করেছেন তিনি,
তুলে ধরেছেন বিশ্ব দরবারে।
তাইতো ইতিহাসের পাতায়,
বঙ্গবন্ধু শেখ মুজিব নামটি,
ভেসে উঠে বারে বারে।
পৃথিবীর মানচিত্রে যতদিন
থাকবে বাংলাদেশের নাম।
ততদিন জাতি গেয়ে যাবে,
বঙ্গবন্ধুর জয়গান।