অনলাইন ডেস্ক: বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গা একটি দুর্ঘটনা ও বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এই ঘটনা খুবই দুঃখজনক। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে অসম্মান করলে আমাদেরই ক্ষতি। দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে কামাল আতাতুর্কের ভাস্কর্য বাংলাদেশে ও বঙ্গবন্ধুর ভাস্কর্য তুরস্কে স্থাপন করা হবে বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রী। তবে এনিয়ে তুরস্কের রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাতে কোনো আলোচনা হয়নি বলেও তিনি জানান।