অনলাইন ডেস্ক: রাজধানীর বনানীর আনসার ক্যাম্পের সামনে টিঅ্যান্ডটি কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে।
রবিবার (২২ নভেম্বর) বিকেল ৩টার দিকে আগুন লাগে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. এরশাদ গণমাধ্যমকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট পাঠানো হয়।
তবে ৬ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি আরও জানান, কীভাবে আগুনের সূত্রপাত তা এখানো জানা যায়নি।