অনলাইন ডেস্ক: রাজধানীর পল্টনে বাসে আগুন ধরানোর ঘটনায় জড়িত ‘মাস্টারমাইন্ড’সহ তিনজনকে শনাক্ত করা হয়েছে। যাদের গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার মতিঝিলের গোয়েন্দা শাখার অতিরিক্ত উপকমিশনার রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, পল্টনের বাসে আগুন ধরানোর ঘটনায় একটি সিটিটিভি ফুটেজ পাওয়া যায়। সেই ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা কার্যক্রম চালিয়ে এই ঘটনার নেপথ্যে থাকা হোতাসহ তিনজনকে শনাক্ত করা হয়েছে।
তাবে তাদের গ্রেফতারের স্বার্থে এখনই নাম-পরিচয় পোকাশ করা যাচ্ছে না। গ্রেফতারের পর বিস্তারিত জানানো হবে।
গত ১২ নভেম্বর ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ -১ আসনের উপনির্বাচন চলাকালে রাজধানীর বিভিন্ন এলাকায় ১১ বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনায় বিএনপির একাধিক শীর্ষ নেতাসহ ৬২৫ জনের বিরুদ্ধে ১২ থানায় ১৬টি মামলা দায়ের হয়।