অনলাইন ডেস্ক: ব্যাডমিন্টন খেলতে গিয়ে হার্ট অ্যাটাক করে মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) গণেশ চন্দ্র দাসের মৃত্যু ঘঠেছে।
শনিবার রাত সাড়ে ৮টায় কমলগঞ্জ জোনাল অফিসের অভিযোগ কেন্দ্রস্থ ব্যাডমিন্টন খেলার মাঠে খেলতে গিয়ে হঠাৎ করে পরে গেলে হার্ট অ্যাটাক করেন তিনি। পরে স্থানীয় পল্লী বিদ্যুৎ সদস্যরা তাকে মৌলভীবাজার লাইফলাইন হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।
পল্লীবিদ্যুৎ কমলগঞ্জ জোনাল অফিসের জাফর আহমেদ নিউজফ্লোবিডিকে ডিজিএম গণেশ চন্দ্রের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।