A Reliable Media

ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে ৪০ শ্রমিক নিহত

ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে ৪০ শ্রমিক নিহত

অনলাইন ডেস্ক: ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই একটি টেক্সটাইল কোম্পানির শ্রমিক।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, বুধবার সকালে সাও পাওলো শহরের ২১৭ মাইল পশ্চিমে তাগুয়াই পৌরসভায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

ট্রাকের সঙ্গে সংঘর্ষের সময় বাসে ৫০ জন শ্রমিক ছিলেন।

তারা সবাই কাজের উদ্দেশ্যে বের হয়েছিলেন।
স্থানীয় উদ্ধারকর্মীরা জানান, ঘটনাস্থলেই ৩৭ জন নিহত হয়েছেন। বাকি তিনজন মারা যান জরুরি সেবা কেন্দ্রে।

টিভি ফুটেজে দেখা গেছে, ভাঙা কাচের গুঁড়ি, দুই গাড়ির বিভিন্ন অংশ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে।

সাও পাওলোর গভর্নর জোয়াও দোরিয়া এক সংবাদ সম্মেলনে জানান, দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। এ নিয়ে তদন্ত চলছে।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *