অনলাইন ডেস্ক: ভারতের উত্তর প্রদেশে যাত্রীবাহী বাস ও গ্যাস বহনকারী ট্যাংকারের সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। রাজ্যের সামভাল জেলায় এ দুর্ঘটনা ঘটে।
বুধবার বার্তা সংস্থা আইএএনএস এ তথ্য জানিয়েছে।
সূত্রের বরাতে গণমাধ্যম জানায়, ঘন কুয়াশার কারণে ভোরের দিকে বাস-গ্যাস ট্যাংকারের সংঘর্ষ হয়। ওই সময় কুয়াশার কারণে রাস্তা ঠিকমতো দেখা যাচ্ছিল না।
জেলা পুলিশ সুপার চাকরেশ মিশ্রা জানান, আগ্রা মোরাদাবাদ সড়কে উত্তর প্রদেশে বাস সার্ভিসের যাত্রীবাহী বাসের গ্যাসবহনকারী ট্যাংকারের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ৭ জন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর আরও ৫ জনের মৃত্যু হয়। আহতের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।
হাতহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উদ্ধার এবং সহায়তা কার্যক্রম সঠিকভাবে পর্যবেক্ষণের জন্য জেলা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।