অনলাইন ডেস্ক: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুয়া করোনা সার্টিফিকেট নিয়ে ইতালি যাওয়ার সময় এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় তাকে আটক করা হয়। আটকের পরে তাকে ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে স্বাস্থ্য বিভাগ।
এসময় ওই যাত্রীকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বিমানবন্দরের ভ্রাম্যমাণ আদালত। তাকে কুয়েত-মৈত্রী হসপিটালে আইসোলেশনে পাঠানো হয়েছে।