অনলাইন ডেস্ক: সাতক্ষীরার ভোমরায় পাথরের ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মারাত্মক আহত হয়েছে আরেক আরোহী। তাকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন জানান, বুধবার বিকেলে ভাড়ায় যাত্রী বহনকারী স্থানীয় মোটরসাইকেল চালক কবির হোসেন যশোর নওয়াপাড়ার দুই ব্যবসায়ী সাধন ও চৈতন্য দত্তকে নিয়ে ভোমরা বন্দরের দিক থেকে সাতক্ষীরা অভিমুখে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা পাথরের ট্রাক তাদের চাপা দিলে চালক কবির হোসেন (৩৫) ও আরোহী সাধন কুমার সেন (৪৫) ঘটনাস্থলে মারা যায়।
তিনি বলেন, আরোহী চৈতন্য দত্তকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাকের ড্রাইভার তাৎক্ষণিক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করেছে পুলিশ।
সাতক্ষীরা সদর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থল থেকে লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যায়।