অনলাইন ডেস্ক: তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন-বিজিএমইএ’র সাবেক সহ-সভাপতি সিরাজুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার রাত ১১টায় ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।
ইএবি সভাপতি ও সাবেক বিজিএমইএ সভাপতি আবদুস সালাম মুর্শেদী এমপি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এ কথা জানানো হয়।
সিরাজুল হক স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
সিরাজুল হক এফবিসিসিআই সহ-সভাপতি ও বিজিএমইএ’র সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমানের বড় ভাই।
তিনি স্টার্লিং গার্মেন্টস লিমিটেডের চেয়ারম্যান ছিলেন। বাদ জুমা তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমানের বড় ভাই সিরাজুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।