অনলাইন ডেস্ক: মোহামেদ সালাহ রেকর্ড গোলের পরও মিতউইলানের বিপক্ষে জয় পেল না লিভারপুর। প্রথম মিনিটেই গোল হজমের পর ঘরের মাঠে ঘুরে দাঁড়ায় মিতউইলান। ড্র নিয়ে মাঠ ছাড়ে।
বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ডি গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ম্যাচের ১ মিনিটেই গোল আদায় করেছিলেন সালাহ। লিভারপুলের পক্ষে চ্যাম্পিয়ন্স লিগে যা দ্রুততম গোল।
কিন্তু বিরতির পর ম্যাচের ৬২ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মিতউইলানের আলেকসান্দের শোলজ। প্রথম পর্বে দুই দলের দেখায় অ্যানফিল্ডে ২-০ গোলে জিতেছিল ইয়ুর্গেন ক্লপের লিভারপুল। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের অবশ্য গ্রুপের শীর্ষ স্থান নিশ্চিত ছিল আগেই।
এই গ্রুপ থেকে এদিন দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে আতালান্তা। একই সময়ে শুরু হওয়া ম্যাচে আয়াক্সের বিপক্ষে ১-০ গোলে জয় তুলে নেয় দলটি।