অনলাইন ডেস্ক: বিশ্ব ক্রীড়াঙ্গনকে স্তব্ধ করে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টাইন তারকার বিদায়ে শোকে কাতর গোটা বিশ্ব। নানাভাবে ম্যারাডোনাকে স্মরণ করছে বিভিন্ন সংগঠন, ভক্তরা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ম্যারাডোনার স্মৃতিতে শ্রদ্ধা রেখে পতাকা অর্ধনমিত রাখছে।
সুইজারল্যান্ডের জুরিখে ফিফার হেডকোয়ার্টার। সংস্থাটির কার্যালয়ে বৃহস্পতিবার পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এক টুইট বার্তায় বিষয়টি জানিয়েছে ফিফা।
বুধবার রাতে হার্ট অ্যাটাকে মারা গেছেন ১৯৮৬ বিশ্বকাপের নায়ক ম্যারাডোনা।
ম্যারাডোনা ৪৯১টি ম্যাচে ২৫৯টি গোল করেছিলেন। অল্প বয়সে লোস কাবালিও যুব দলে খেলার সময় তার নৈপুণ্যে ১৩৬টি ম্যাচে সেই দল অপরাজিত ছিল।
মাত্র ১৬ বছর ১২০ দিন বয়সে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় ম্যারাডোনার। আর্জেন্টিনার হয়ে ৯১টি ম্যাচে খেলে ৩৪টি গোল করেছিলেন তিনি। ১৯৮৬ বিশ্বকাপ জয় ছাড়াও ১৯৯০ বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে নিয়ে গিয়েছিলেন তিনি।