অনলাইন ডেস্ক: রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় হাইকোর্টের প্রধান ফটকের সামনে ও ক্যান্টনমেন্ট ফ্লাইওভার ব্রিজের ঢালে দুই অজ্ঞাত নারী নিহত হয়েছেন। তাদের বয়স আনুমানিক ২৫ ও ৩৭।
বৃহস্পতিবার রাতে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনসুর আহমেদ জানান, রাত ১১টার দিকে হাইকোর্টের প্রধান ফটকের সামনে কোনো যানবাহনের নিচে চাপা পড়ে নিহত হন এক নারী। পরে খবর পেয়ে তার লাশ উদ্ধার করা হয়।
তিনি জানান, নিহত নারীর নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। আনুমানিক ২৫ বছর বয়ের ওই নারীর পরনে ছিল কালো বোরকা ও লাল ওড়না।
এদিকে ক্যান্টনমেন্ট থানার উপ পরিদর্শক (এসআই) আল মামুন সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, বৃহস্পতিবার দিবাগত রাতে ক্যান্টনমেন্ট থানাধীন জিল্লুর রহমান ফ্লাইওভার ব্রিজের ঢালে কোনো যানবাহনের ধাক্কায় নিহত হন ওই নারী।
তিনি জানান, নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। তার পরনে ছিল হলুদ রঙের কামিজ ও কফি রঙের পেটিকোট। স্থানীয়দের মাধ্যমে জানা গেছে তিনি ভবঘুরে, পাগল প্রকৃতির ছিল।