অনলাইন ডেস্ক: রাজধানীর কলাবাগান এলাকায় মোটরসাইকেল নিয়ে রাস্তায় পড়েই না ফেরার দেশে চলে যান জয় মামুন (৪০) নামের একজন।
বুধবার বিকেলে মামুন পড়ে যাওয়ার কিছুক্ষণ পর ৯৯৯ এ ফোন পেয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এরপর তাকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন, কলাবাগান থানার ওসি পরিতোষ চন্দ্র।
তিনি জানান, কলাবাগান বাস স্ট্যান্ডের কাছে ‘মামা হালিম’-এর দোকানের সামনের রাস্তায় মামুন মোটরসাইকেল নিয়ে ঢলে পড়ে যান। ওই সময় পাশের হোটেলে লোকজনদের মামুন বলেন, তার খারাপ লাগছে। পাশে যে ড্রাইভিং প্রশিক্ষণের দোকান রয়েছে সেখানে তাকে নিলেই হবে। ওই দোকানের লোকজন তাকে চেনে। হোটেলের লোকজন তাকে সেখানে নিয়েও যান। এরপর সন্ধ্যার দিকে ৯৯৯ এ ফোন করে জানানো হয়, ওই এলাকায় এক ব্যক্তি অচেতন অবস্থায় পড়ে আছেন।
ওসি বলেন, মামুনের মোটরসাইকেল ঘটনাস্থলে পাওয়া গেছে। তার বাসা ফ্রি স্কুল স্ট্রিটে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে নেওয়া হয়েছে।