অনলাইন ডেস্ক: রাজধানীর মগবাজার রেলগেটে ট্রেনে কাটা পড়ে মেজবাহ উদ্দিন নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
রেলওয়ে থানার উপ পরিদর্শক জনার্দন রায় এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, নিহত মেজবাহ ঢাকা কলেজের শিক্ষার্থী। তার ভাই ও বন্ধুরা মরদেহ শনাক্ত করেছেন। মেজবাহ উদ্দীনের বাড়ি লক্ষ্মীপুরের রামগতি উপজেলায়। তিনি করোনার মধ্যে টিউশনি করে নিজের খরচ চালাচ্ছিলেন বলে জানান তার একজন বন্ধু।
ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হবে জানিয়েছে পুলিশ।