অনলাইন ডেস্ক: শক্তিশালী তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল। বৃহস্পতিবার পর্যন্ত পিচ্ছিল সড়কে ঘটেছে ৬শ’র মতো গাড়ি দুর্ঘটনা; যাতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩ জন।
দেশটির জাতীয় আবহাওয়া বিভাগের বিবৃতি অনুসারে, ভারী বরফের আস্তরে ঢাকা পড়েছে ১৪ রাজ্য। সর্বোচ্চ দুই ফুট পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে নিউইয়র্ক ও পেনসিলভানিয়ায়। যা, ১৯৫১ সালের পর সর্বোচ্চ।
এরইমধ্যে, নিউইয়র্কের গর্ভনর অ্যান্ড্রু ক্যুমো ১৮টি কাউন্টিতে জারি করেছেন জরুরি অবস্থা। বন্ধ রাখা হয়েছে বিমান ফ্লাইট, রেল ও ফেরির চলাচল। স্থগিত ছিলো সব শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রমও। ভয়াবহ দুর্যোগে, বিদ্যুৎহীন তিন রাজ্যের কমপক্ষে ৫০ হাজার ঘরবাড়ি।
আবহাওয়াবিদরা জানান, শুধু তুষারপাতই নয় ঘণ্টায় ৫৫ থেকে ৬৫ কিলোমিটার ছিলো বাতাসের ঘূর্ণনবেগ। শুক্রবার নাগাদ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে।