শিকড়ের টানে অস্তিত্বের সন্ধানে
-সৈয়দ শিহাব
ইচ্ছা হয়েছিলো যাবো গ্রামে বেড়াতে,
দেখবো প্রাকৃতিক অনাবিল দৃশ্য,
নদ-নদী, খাল-বিল আর গলা ভরা শস্য।
কৃষক ফসল ফলাচ্ছে জমিতে,
মাঝি নৌকা ভিড়িয়ে রয়েছে নদীর এক ধারে।
কৃষকের খাবার নিয়ে অপেক্ষা করছে কৃষাণী
রৌদ্দুর ঘেরা নদীর পারে।
মাঝিরে ডাকিয়া কৃষাণী বলে,
পার করো মোরে নদীর ওপারে ।
স্বামী যে রয়েছে মোর ক্ষুধায় কাতর,
পড়ে রয়েছে অনাহারে।
নদী পার হইয়া কৃষাণী
তুলে দিলো কৃষকের মুখে অন্ন্য।
তখনি কৃষাণী মনে পেলো অনাবিল সুখ,
হইলো তার জীবন ধন্য।
গাছ-পালায় ঘেরা শস্য-শ্যামল,
গ্রাম বাংলার মেঠ পথ।
গ্রামের মানুষগুলো খুবই কর্মমুখর,
সচ্ছ-সরল এবং সৎ।
অল্প সময়ে আপন করে নিলো মোরে,
একটি মুহুর্তের জন্যে অনুভব করাইলা পর।
তাদের মাঝ হতে বিদায় নিতে হলো,
বুকে নিয়ে কষ্টের ভর।
মন কিছুতেই যেতে চাইছিলো না,
ইট-পাথর নগরীর তরে।
আবার আসিবো গ্রাম বাংলায়,
সময় পেলে পরে।