অনলাইন ডেস্ক: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় যৌতুকের জন্য স্ত্রী ফাতেমা খাতুনকে হত্যার দায়ে স্বামী রুবেল হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা আদায় করে ক্ষতিপূরণ হিসেবে ফাতেমার বাবা-মাকে দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (০১ ডিসেম্বর) নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইমদাদুল হক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্র জানায়, নাটোরের বড়াইগ্রাম উপজেলার শিবপুর গ্রামের রুবেল হোসেনের সঙ্গে ২০১৭ সালের ২৭ জুন সিরাজগঞ্জ জেলার তেতুলিয়া গ্রামের ফাতেমার বিয়ে হয়। বিয়ের পর থেকে স্ত্রীর কাছে ২ লাখ টাকা যৌতুক দাবি করতে থাকেন রুবেল। তা না পেয়ে তিন মাসের মাথায় ওই বছরের ২৬ সেপ্টেম্বর রাতে ফাতেমাকে হত্যা করেন।
এ ঘটনায় ফাতেমার বোন আকলিমা বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ রুবেলকে গ্রেফতার ও তদন্ত শেষে বিচারের জন্য আদালতে চার্জশিট দাখিল করেন।
এ রায়ে বাদী আকলিমা ও রাষ্ট্রপক্ষের আইনজীবী আনিছুর রহমান সন্তুষ্টি প্রকাশ করেন।