অনলাইন ডেস্ক: অনলাইন ক্যাসিনোর হোতা সেলিম প্রধানের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার কমিশনের সভায় এই অনুমোদন দেওয়া হয়। অভিযোগপত্রে তার বিরুদ্ধে মোট ৫৭ কোটি ৭৯ লাখ ২৮৮ টাকার অবৈধ সম্পদ থাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।
তিনি গণমাধ্যমকে বলেন, সেলিম প্রধানের বিরুদ্ধে মামলাটির তদন্ত করেন দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান ও তদারকি কর্মকর্তা ছিলেন পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।
সেলিম প্রধান ৪৭ লাখ ৪৬ হাজার টাকার অবৈধ স্থাবর এবং ৫৭ কোটি ৩১ লাখ ৫৪ হাজার ২৮৮ টাকার অস্থাবর অবৈধ সম্পদসহ মোট ৫৭ কোটি ৭৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। যা তার আয়ের সঙ্গে সংগতিবিহীন ও অবৈধ সম্পদ মর্মে তদন্তে প্রতিষ্ঠিত।